Posts

Showing posts from September, 2017

গুণ করার সহজ পদ্ধতি - AWESOME MATH MAGIC - ক্যালকুলেটর ছাড়া সহজ পদ্ধতিতে গুণ

Image
গণিতের একটি অন্যতম অধ্যায় হলো গুণন করা। ছোট ছোট সংখ্যার গুণন আমরা মুখে মুখেই করে ফেলি। আবার মাঝারি ও বড় ধরণের  গুণনগুলো খাতায় অঙ্ক কষে করি। কিন্তু পরীক্ষার হলে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক স্থানে সময়ের গুরুত্ব মাত্রাতিরিক্ত। তাই সেখানে যত কম সময়ে অঙ্ক কষে শেষ করা যায় ততই ভাল। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে গুণনের এক অসাধারণ কৌশল শিখব যা আপনার সময়কে বহুগুণে কমিয়ে দিবে। প্রথমে নিচের ছবিতে লক্ষ করুন: গুণন করার সাধারণ নিয়ম এখানে আমাদের চিরায়িত নিয়মে গুণনটি করা হয়েছে। যেখানে নিচের দিকে তিন লাইনে অঙ্কটি করা হয়েছে। এটিকে এখন আমরা এক লাইনে করে ফেলব। এর জন্য প্রথম ২কে ২দিয়ে গুণ করে ৪ বসাব। এবার কোণাকুণি দুবার গুণ করে উভয়টি যোগ করে যোগফলটি বসাব। তারপর শেষ ১কে ১ দিয়ে গুণ করব। ব্যাস এভাবে যে কোন দুই সংখ্যা বিশিষ্ট সংখ্যাকে নিমিষেই গুণন করতে পারবেন। নিচের গ্রাফটি লক্ষ করুন: সংক্ষিপ্ত সময়ে গুণন করার নিয়ম এখানে দেখানো হয়েছে যে, প্রথম দু’সংখ্যা উপরে নিচে গুণ করবে, তারপর উভয় সংখ্যা কোণাকুণি গুন করে যোগ করে বসাবে তারপর সবচেয়ে বামের উপরে নিচে সংখ্যা দুটি গুণ করে বসাবে। এবার এই অঙ্কটি আরো