Posts

Showing posts from September, 2015

আপনি কি ফ্রিল্যানসিং করার স্বপ্ন দেখেন?

Image
আপনি যদি ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখে থাকেন (ঘুমে নয় বাস্তবে) তাহলে এই পোস্টটি  আপনার জন্য। পোস্টটি পড়ার পর আপনি বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং আপনার জন্য সুট করবে কি করবেনা। যদি সুট করে তাহলে পোস্টটি ফলো করে এগিয়ে যান আর নয়তো এখানেই থেমে যান। স্বপ্ন দেখা বন্ধ করে অন্য কাজে মনোযোগ দিন। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কি? এমন কাজ যা কিছু ব্যক্তির দ্বারা সম্পন্ন করা হয় যারা একাডেমিক মৌলিক জ্ঞান অর্জন করার পর টেকনোলজিতে কোন একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষভাবে দক্ষ হওয়ার পর ঘরে বা ইচ্ছেমত পৃথিবীর যেকোন জায়গাতে বসে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে দিয়ে অর্থ আয় করার প্রক্রিয়াই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। সহজভাবে, ঘরে বসে অন্যের কাজ করে দিয়ে অর্থ উপার্জন করার প্রক্রিয়াই ফ্রিল্যান্সিং। আপনার কি কি যোগ্যতা লাগবে ফ্রিল্যান্সিং করতে মিডিয়াম লেভেলের ইংরেজি জানতে হবে, মিনিমাম ইংরেজি আর্টিকেল পড়ে বুঝার এবং নিজ থেকে কিছু বলার বা লিখার ক্ষমতা রাখতে হবে, না হয় কঠোর সাধনা করে অর্জন করতে হবে। কম্পিউটার ও টেকনোলজি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকত

বাংলা বানান ভুল ধরুন মজিলা ফায়ারফক্স ব্যবহারে

Image
অনলাইনে টুকটাক লেখা লেখি করেনা এমন লোক পাওয়া দুষ্কর (যারা নেট ব্যবহার করেন)। সাধারণত ব্রাউজার বাংলা বানান ভুল না ধরায় আমরা নিজের অজান্তেই হাজারও ভুল করে বসি। বিভিন্ন সময় ফেইসবুক টুইটারের মত গুরুত্বপূর্ণ সোশাল সাইটগুলোতে আমরা প্রতি নিয়ত লেখা লেখি করে থাকি। কিন্তু বানানের দিকে খুব একটা নজর দিই না। এটা একটা মারাত্বক আকারের ভুল। অনেক মানুষ আমাদের বানান এর অবস্থা দেখে মানুষ হাসে এবং বিরক্তবোধ করে।  এর থেকে নিয়ে নিন চির মুক্তি। বাংলা বানান ভুল হলেই ব্রাউজার আপনাকে ধরে দিবে। নিচে লাল দাগ চলে আসবে লিখার সময়। নিচে লাল দাগ দেখলেই রাইট ক্লিক করলে দেখাবে শুদ্ধ বানান এর তালিকা। এটা একটা মজিলা ফায়ারফক্সের এ্যাডঅনস ।  এটা পাওয়ার জন্য আপনার মজিলা ফায়ারফক্স এর ওপেন মেনু বাটনে ক্লিক করে এ্যাডঅনস এ যান, সার্চে এ Bangali (Bangladesh) Dictionary 0.08 লিখে সার্চ দিন (বোল্ড লেখাটি হুবহু কপি করে পেস্ট করে দিন) । তারপর ইনস্টল করুন। এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করুন আর উপভোগ করুন দারুণ এই  এ্যাডঅনটি।  এখন কোথাও (ফেইসবুকে, টুইটার, ব্লগ বা অন্য কোন অনলাইন টেক্সট এডিটরে অভ্র ব